‘স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেওয়া হবে হেলথ কার্ড’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৫:৫১ পিএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৩, ০৫:৫৩ পিএম

বক্তব্য প্রদান করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

বক্তব্য প্রদান করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের নাগরিকদের হেলথ কার্ড দেওয়া হবে। এ বিষয়টি কেবল  পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজনে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিক হেলথ কার্ড পাবেন। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) পরিকল্পনা কমিশনে দেওয়া হয়েছে। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি পাস করে দেবেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

তিনি বলেন, হেলথ কার্ডে স্বাস্থ্যবিষয়ক সব তথ্য থাকবে। বিদেশে এমন কার্ড দেওয়া হয়। আমরাও তাদের মতো করে হেলথ কার্ড দেবো।

তিনি আরো বলেন, সরকারি হাসপাতালে ৬০ হাজার বেড রয়েছে, সরকারি জনবল রয়েছে তিন লাখ লোক। নতুন কর্ম পরিকল্পনায় আরো তিন লাখ লোক নিয়োগ দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পোলট্রি ও ডেইরি সেক্টরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণের জন্য নীতিমালা করা হবে। এজন্য কাজ চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh