নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৬:১৩ পিএম
ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। ছবি: সংগৃহীত
ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে ফের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মো. রফিকুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) দশম ব্যাচের কর্মকর্তা। তার চাকরির নিয়মিত মেয়াদ ছিল ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেয়াদ টেনে দুই বছর লম্বা করা হয়। সেই মেয়াদও শেষ হচ্ছে এই ৩১ ডিসেম্বর।
বর্তমানে প্রজ্ঞাপন অনুযায়ী তিনি আরো দুই বছর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে থাকছেন।