কম্বল বিতরণ কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৬:১৫ পিএম

দুই গ্রুপের মধ্যে মারামারি। ছবি- সংগৃহীত

দুই গ্রুপের মধ্যে মারামারি। ছবি- সংগৃহীত

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওনের উপস্থিতিতে কম্বল বিতরণকে কেন্দ্র করে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে প্রতিপক্ষ দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

বর্তমান মেম্বার জামাল খাঁ ও সাবেক মেম্বার লিটন ব্যাপারীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি এক সময় বিশাল মারামারিতে রূপ নেয়।

এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে দুই পক্ষের আট জন গুরুতর আহত হয়। তারা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ছাড়া এমপি নুরুন্নবী চৌধুরী শাওনকে বহনকারী গাড়িকে ব্যাপক ভাঙচুর করা হয়। পরবর্তীতে পুলিশ পাহারায় ও লালমোহন পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

সন্ধ্যার দিকে ধলীগৌরনগর ইউনিয়নের হাজিরহাটে কম্বল বিতরণ করার সময় ব্যাপক বিশৃঙ্খলা ও ধস্তাধস্তি হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, দুপুর থেকে তাদের কম্বল দেওয়ার জন্য এনে বসিয়ে রাখা হয়েছে। এসময় ৬০০-৭০০ লোককে আমন্ত্রণ জানানো হলেও কম্বল দেওয়া হয় ১৫০টি। এ নিয়ে ছিন্নমূল ও দরিদ্র মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। ক্ষোভের কারণে অনেকেই মঞ্চের চেয়ার বাড়িতে নিয়ে যান।

এসব মানুষেরা মিছিলের উদ্যোগ নিলে স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে মিছিল করা থেকে বিরত থাকেন। এসময় অসন্তুষ্ট জনগণ ফকরুল হাং নামে সংসদ সদস্যের এক কর্মীকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh