গাইবান্ধায় মাটির নিচে চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৬:১৬ পিএম

মাটির নিচে চাপা পড়া শ্রমিককে উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

মাটির নিচে চাপা পড়া শ্রমিককে উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাজ করতে গিয়ে সেফটি ট্যাংকের মাটি ধ্বসে ১০ ফুট মাটির নিচে চাপা পড়ে থাকা বাবুল মিয়া (৪৮) নামের এক শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে চাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার করে।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

চাপাপড়া বাবুল মিয়া উপজেলার বুজরুক বেয়ালিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, ওই সময় শ্রমিক ইট উঠানোর কাজ করছিল। হঠাৎ সে পাশের একটি সেফটি ট্যাংকের সাইডের মাটি ধ্বসে প্রায় ১০ ফুট মাটির নিচে চাপা পড়ে যান।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর  চাপা পড়া মাটি সরিয়ে বাবুল মিয়াকে জীবিত উদ্ধার করে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh