কোপের ক্ষত নিয়ে সৈকতে ভেসে এলো এক ব্যক্তি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৬:২৯ পিএম

সমুদ্র সৈকতে ভেসে আসা ব্যক্তি। ছবি: কক্সবাজার প্রতিনিধি

সমুদ্র সৈকতে ভেসে আসা ব্যক্তি। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা এক ব্যক্তিকে উদ্ধার করেছেন বিচকর্মীরা। তার আঙুল ও বাহুতে কোপের ক্ষত রয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরের  দিকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল ইসলাম।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০। তিনি নিজের নাম মোহাম্মদ আলী, বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানিয়েছেন। সৈকতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না। যা বলছেন তাও অস্পষ্ট । তার হাতের আঙুল ও বাহুতে কোপের ক্ষত রয়েছে।

উদ্ধারকারীদের ধারণা, ভেসে আসা ওই ব্যক্তি কোনো মাছ ধরার ট্রলারের জেলে। যাকে জলদস্যুরা কুপিয়ে ট্রলার থেকে ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সমুদ্র তীরে ভেসে আসা ব্যক্তির আংশিক পরিচয় জানা গেছে। তার শরীরে আঘাত রয়েছে। তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না৷  আপাতত সদর হাসপাতালে চিকিৎসা চলছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh