বিশ্ব ইজতেমা উপলক্ষে ‘বাংলাদেশ রেলওয়ের’ বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৬:৩৩ পিএম

টঙ্গী জংশন স্টেশন। ছবি: সংগৃহীত

টঙ্গী জংশন স্টেশন। ছবি: সংগৃহীত

আসন্ন বিশ্ব ইজতেমায় সারাদেশ থেকে আগত মুসুল্লিরা যেনো নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেজন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 

গতকাল সোমবার (৯ জানুয়ারি) পূর্বাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট কামাল আখতার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রতিবারের মতো এবারো টঙ্গী জংশন স্টেশনে সব ট্রেন যাত্রাবিরতি করবে।

এছাড়া ইজতেমার প্রথম পর্বে ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্বে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে পাঁচ জোড়া বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে ১৩ জানুয়ারি ও ২০ জানুয়ারি ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল পরিচালিত হবে। যা ঢাকা থেকে সকাল ১০টা ২০মিনিটে ছেড়ে বেলা ১১টা ২০মিনিটে টঙ্গী পৌঁছাবে। একইভাবে দুপুর ২টা ৫০ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে বেলা ৩টা ৫০মিনিটে ঢাকা পৌঁছাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh