গাজীপুরে শ্রমিক নিহতের গুজবে ৬ বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৯:৩৩ পিএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৩, ১০:০৪ পিএম

শ্রমিক নিহতের গুজবে আগুন দেওয়া বাস। ছবি: গাজীপুর প্রতিনিধি

শ্রমিক নিহতের গুজবে আগুন দেওয়া বাস। ছবি: গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় শ্রমিক নিহতের গুজবে ৬টি বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। এসময় কয়েকটি বাসে ভাংচুর করেন তারা। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পথচারী পোশাক শ্রমিককে ধাক্কা দিলে নিহতের গুজব ছড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত শ্রমিক মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের দুটি, সৌ‌খিন পরিবহন, আজমেরী পরিবহন ও বলাকা পরিবহনসহ ৬টি  বাসে আগুন দেয়। এসময় আরো কয়েকটি গাড়িতে ভাংচুর করা হয়। তবে শ্রমিক নিহত হওয়ার খবরটি নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  পরে রাত সোয়া আটটার দিকে যানবাহন চলাচল শুরু হয়। তবে ঘটনাস্থলসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংশ্লিষ্ট সকল সড়ক ও মহাসড়কে দীর্ঘ যানজট রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, বাসের ধাক্কায় আহত শ্রমিককে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার নাম-পরিচয় জানা যায়নি। বাসের ধাক্কায় ওই শ্রমিক নিহতের গুজবে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকরা। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসে আগুন দেয় এবং কয়েকটি যানবাহনে ভাংচুর করে মহাসড়কে অবস্থান নেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন জানান, উত্তেজিত জনতার দেয়া বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh