বিদ্যুতের দাম বাড়লো, ১ জানুয়ারি থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৪:১১ পিএম

বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা। ছবি: সংগৃহীত

দেশে ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে ইউনিট প্রতি খরচ বেড়েছে ১৯ পয়সা। পাশাপাশি এখন থেকে প্রতিমাসে বিদ্যুতের খুচরা দাম নিয়মিত সমন্বয় করা হবে।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক নির্বাহী আদেশে দাম বৃদ্ধির এ ঘোষণা দেওয়া হয়, যা গত ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে। 

জানা যায়, গত ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম মিলনায়তনে বিদ্যুৎ সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। 

এতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি ইউনিট প্রতি বিদ্যুতের দাম এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল। 

এর আগে, গত ২১ নভেম্বর বিইআরসি বিদ্যুতের পাইকারি দাম ১৯.৯২ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট ৫.১৭ টাকা বাড়িয়ে ৬.২০ টাকা নির্ধারণ করেছে। তারপরেই বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন জমা দেয়।

শুনানিতে বিইআরসি টেকনিক্যাল কমিটি গড় ১৫.৪৩ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করেছে। বেশি ডিপিডিসির ১৬.৭১ শতাংশ এবং সবচেয়ে কম আরইবির ১৪.৭৪ শতাংশ দাম বাড়ানোর পক্ষে মত দিয়েছে। গ্রাহক পর্যায়ে সর্বশেষ ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি ৫.৭৭ শতাংশ দাম বাড়ানো হয়।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh