আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৮:৫৬ এএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩, ১২:৫১ পিএম

সেমিপাকা বাড়িটিতে আগুন লাগে। ছবি: সংগৃহীত

সেমিপাকা বাড়িটিতে আগুন লাগে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার ৫ নম্বর ইউনিয়নের মহাজনপাড়া গ্রামের একটি টিনশেড সেমিপাকা বাড়িতে এ ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ কামরুজ্জামান সুমন জানান, ভোররাত ২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, যখন আগুন লাগে, তখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই দরজা ভেঙে একজনকে জীবিত উদ্ধার করি।

ওই বাসায় ৫টি বেডরুম থাকায় কোন রুমে কে শুয়ে ছিলেন, সেটা শনাক্ত করা কঠিন ছিল। পরে ভোররাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের এই কর্মকর্তা।

দগ্ধ অবস্থায় খোকন বসাককে (৪২) উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মারা যাওয়া ৫ জন হলেন— খোকনের বাবা কাঙ্গাল বসাক (৭০), মা ললিতা বসাক (৬০), স্ত্রী লাকি বসাক (৩২), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে চয়নিকা বসাক (৪)।

ইতোমধ্যে নিহতদের মরদেহ প্রাথমিকভাবে রাঙ্গুনিয়া থানা পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে। আহত একজনকে পাঠানো হয়েছে হাসপাতালে। 

ফায়ার সার্ভিসের ধারণা, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে সেমিপাকা বাড়িটির পাঁচটি কক্ষই পুড়ে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh