উড়ে এসে মাঠে নামলেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৩:৪৯ পিএম

মোহাম্মদ রিজওয়ান। ছবি: সংগৃহীত

মোহাম্মদ রিজওয়ান। ছবি: সংগৃহীত

চমক দেখালেন বিপিএলের ডিফেন্ডিং চ‌্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  টসের ১০ মিনিট আগে তাদের শিবিরে যোগ দেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। তাকে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়িয়ে আনা হয় চট্টগ্রামে।

উইকেট রক্ষক এ ব‌্যাটসম‌্যান শনিবার করাচিতে নিউ জিল‌্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেন। পাকিস্তানের ২ উইকেটে হেরে যাওয়া ম‌্যাচে ৭৭ রান করেন এ ব‌্যাটসম‌্যান।

ঢাকায় নেমেছেন সকাল ১০টা ২০ মিনিটে। সেখানে থেকে হেলিকপ্টারে বেলা ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পেছনে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নেমেছেন পাকিস্তান দলের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

কিছুক্ষণ পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের টিম লিস্টে দেখা গেল রিজওয়ানের নাম! ফরচুন বরিশালের হয়ে আজকের দিনের প্রথম ম্যাচে খেলছেনও এই পাকিস্তানি তারকা। টসে জিতে ফিল্ডিং করছে কুমিল্লা।

গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলেই বাংলাদেশের বিমান ধরেন রিজওয়ান। বিপিএল খেলতে আজ তাঁর চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তিনি আজকের ম্যাচে খেলতে নেমে চমকের জন্ম দিলেন।

কুমিল্লার ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানিয়েছেন, ‘আজ সকালেই ঢাকায় এসেছেন রিজওয়ান। সেখান থেকে তাঁকে চট্টগ্রামে আনা হয় হেলিকপ্টারে। আজকের ম্যাচে তাঁকে খেলানোর জন্যই এই ব্যবস্থা।’

বরিশালের বিপক্ষে আজকের ম্যাচের একাদশে আছেন আরেক পাকিস্তানি হাসান আলীও। এবারের বিপিএলে এটি তার প্রথম ম্যাচ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh