ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন

সরে দাঁড়ালেন আ.লীগের ৩ স্বতন্ত্র প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৪:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানো আ.লীগের তিন স্বতন্ত্র প্রার্থী। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়ানো আ.লীগের তিন স্বতন্ত্র প্রার্থী। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী। আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা। 

প্রার্থীতা প্রত্যাহার করা তিন জন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান আলম।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচন থেকে আওয়ামী লীগের তিন ‘হেভিওয়েট’ প্রার্থীর সরে দাঁড়ানোর ফলে কপাল খুলতে যাচ্ছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুস সাত্তার ভূইয়ার।

যদিও তার বিপরীতে ভোটের মাঠে রয়েছেন আরো পাঁচজন প্রার্থী। তবে ওইসব প্রার্থীদের চেয়ে সাত্তার এগিয়ে আছেন বলে মনে করছেন রাজনীতিবিদ ও ভোটাররা। ফলে নিজের ছেড়ে দেয়া আসনে ফের এমপি হতে পারে সাত্তার।

এই উপনির্বাচনে বাকি চারজন প্রার্থী হলেন- জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী, জাতীয় পার্টির বহিস্কৃত নেতা জিয়াউল হক মৃধা, জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল এবং স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচনী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। এদের মধ্যে আজ ৩ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

আগামীকাল রবিবার (১৫ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। এরপর আগামী সোমবার (১৬ জানুয়ারি) বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে বিজয়ী হন দলটির বর্ষীয়ান নেতা আব্দুস সাত্তার ভূইয়া। তবে গত ডিসেম্বরে দলীয় সিদ্ধান্তে  জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন তিনি।

এরপর দলের চেয়ারপাসনের উপদেষ্টার পদও ছাড়েন সাত্তার। পরবর্তীতে তিনি তার ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ ঘটনায় দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে তাকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh