স্বর্ণের দাম ফের বাড়ল, রবিবার থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

এখন প্রতি ভরি স্বর্ণ কিনতে গুণতে হবে বাড়তি ২৬৮৩ টাকা। ফাইল ছবি

এখন প্রতি ভরি স্বর্ণ কিনতে গুণতে হবে বাড়তি ২৬৮৩ টাকা। ফাইল ছবি

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী দেশে প্রতি ভরি ভালোমানের স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৯ টাকা। নতুন এ দর রবিবার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

এর আগে গত ৭ জানুয়ারি স্বর্ণের দাম ৯০ হাজার ৭৪৬ টাকা বাড়ায় বাজুস, যা ৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এখন প্রতি ভরি স্বর্ণ কিনতে গুণতে হবে বাড়তি ২৬৮৩ টাকা।

আজ শনিবার (১৪ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh