সাড়ে ৫ লাখ টাকার গহনাসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০৯:০৯ পিএম

রূপার গহনাসহ আটক চোরাকারবারি। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

রূপার গহনাসহ আটক চোরাকারবারি। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে আনুমানিক সাড়ে ৫ লাখ টাকা মূল্যমানের রূপার গহনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযুক্ত ব্যক্তির নাম কামাল মালিথা (৩৮), তিনি স্থানীয় কুড়ুল মালিথার ছেলে। 

আজ শনিবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাদরতনপুর গ্রাম থেকে রূপাসহ ওই চোরাকারবারিকে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাদরতনপুর গ্রাম আগে থেকেই ওৎ পেতে থাকে বিজিবি সদস্যরা। এ সময় এক ব্যক্তিকে গ্রামের রাস্তা দিয়ে আসতে দেখে সন্দেহ হয়। কিন্তু সে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে ধরে ফেলে বিজিবির সদস্যরা।

এ সময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ৪.৪৬৮ কেজি রুপার গহনা জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে আনা এই গহনার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৩৬ হাজার ৩০৪ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে আটক চোরাকারবারিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দ করা রূপার গহনা তদন্ত কর্মকর্তার সমন্বয়ে ঝিনইদহ ট্রেজারিতে জমা করা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh