ভর্তি শুরুর বিষয়ে সফল ঢাবি, ব্যর্থ গুচ্ছ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ১১:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি: সংগৃহীত

২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তি এখনো শেষ করতে পারেনি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। অন্যদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে ফেলেছে। এদিকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন না হওয়ায় গণ বিজ্ঞপ্তি দিচ্ছে তারা।

জানা গেছে, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আর ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা। অন্যদিকে ভর্তি কার্যক্রম শেষ করতে না পারায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্লাস এখনো শুরু করতে পারেনি। গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়গুলো সাত থেকে আটটি মেধা তালিকা প্রকাশ করার পরেও শিক্ষার্থীদের ভর্তি করাতে পারছে না।

সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি কার্যক্রম শেষ করার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তিতে এত সময় চলে যাওয়ার ফলে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক বছর পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনেকেই আশঙ্কা করছেন এখন আবার যদি সেশনজট হয় তাহলে তারা ঢাবি থেকে আরো পিছিয়ে যাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিষয়ে ভর্তি হওয়া এক শিক্ষার্থী জানান, আমার এক ব্যাচমেট ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদে ভর্তি হয়ে এখন প্রায় এক সেমিস্টার শেষের পথে, আর আমরা এখনো ক্লাসই শুরু করতে পারিনি এটা আমাদের জন্য হতাশাজনক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান জানান, আমরা আর কোনোভাবেই গুচ্ছের সঙ্গে নাই, আমরা গুচ্ছ থেকে বের হয়ে যেতে চাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানবৃন্দ একাডেমিক মিটিং করে গুচ্ছের ভোগান্তি ও দীর্ঘসূত্রিতার ব্যাপারে শিক্ষকদের মতামত নিয়ে আসবেন। প্রতিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ২০টি ডিপার্টমেন্ট গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার মতামত ডিন অফিসে পাঠিয়েছেন। চলতি মাসের ২১ তারিখের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে বিষয়টি উত্থাপন করা হবে বলে তিনি জানিয়েছেন। 

গুচ্ছ ভর্তিতে দীর্ঘসূত্রিতার ও ঢাবি থেকে পিছিয়ে কেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো এ ব্যাপারে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষী বিশ্ববিদ্যালয় এজন্য তারা সব সময় অ্যাডভান্স থাকে। আমাদের ক্লাস এ মাসেই শুরু হচ্ছে, বর্তমান সমস্যাগুলো ভবিষ্যতে যেন না হয় সে ব্যাপারে কাজ করবো। 

আগামী বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এ ব্যাপারে তিনি জানান, এইচএসসির রেজাল্ট প্রকাশিত হলে ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক শেষে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ জানানো হবে। আগামী বছর গুচ্ছ ভর্তি থাকবে কিনা এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। 

গুচ্ছ ভর্তি ও ক্লাস শুরু করতে দেরি হয়ে গেছে শিক্ষার্থীরা সেশন জটে পরবে কিনা এ ব্যাপারে তিনি আরো বলেন, গত বছর ৮ মার্চ ক্লাস শুরু করেছিলাম, এ বছর আগে ক্লাস শুরু হচ্ছে তাই আশা করি সেশনজটের আশঙ্কা নেই।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh