এবার ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সেরা আরআরআর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ০২:২৪ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩, ০৫:২০ পিএম

‘আরআরআর’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

‘আরআরআর’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

২০২২ সালের ২৪ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। ছবিটি বিশ্বব্যাপী ১,২০০ কোটি রুপির ব্যবসা করেছে। এবার দেশীয় বক্স অফিস কাঁপিয়ে বিদেশের মাটিতে বিজয় নিশান উড়াচ্ছে ছবিটি। সাফল্যের ঝুরিতে লুফিয়ে নিচ্ছে সেরার পুরস্কার।

গোল্ডেন গ্লোব জয়ের পর সম্প্রতি অনুষ্ঠিত ২৮তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে জিতলো আরও দুটি পুরস্কার।

সেরা গানের সম্মান পেল রাম চরণ এবং জুনিয়র এনটিআরের ডান্স নম্বর ‘নাটু নাটু’। সাথে বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নিয়েছে ছবিটি। 


ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে বলা হয়েছে, ‘আরআরআর সিনেমার সকল অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের অভিনন্দন। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডের বিজয়ী।’

টিম ‘আরআরআর’ তাদের টুইটার অ্যাকাউন্টে এই খবর জানিয়েছে এবং একটি ভিডিও শেয়ার করেছে। ক্যাপশনে তারা লিখেছে, ‘নাটু নাটু আবার! সেরা গানের জন্য ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে।’

ভিডিওটিতে ‘নাটু নাটু’ সুরকার এম এম কিরাবাণীকে বলতে শোনা গিয়েছে, ‘আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমি এই পুরস্কারটি পেয়ে অভিভূত। আমি এখানে ক্রিটিকদের দেওয়া এই দুর্দান্ত পুরস্কারটি গ্রহণ করতে এসেছি। আমার কোরিওগ্রাফার, গীতিকার, গায়ক, প্রোগ্রামার এবং অবশ্যই আমার পরিচালকের পক্ষ থেকে সমস্ত ক্রিটিকদের ধন্যবাদ।’

 ‘আরআরআর’ সিনেমায় রাম চরণ, জুনিয়র এনটিআর ছাড়াও বলিউড থেকে অভিনয় করেছে অজয় দেবগন ও আলিয়া ভাট। এবারের অস্কারে সেরার দৌড়ে আছে সিনেমাটি। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh