জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১০:০৯ এএম

জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো। ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  

গতকাল সোমবার (১৬ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ছিন্নমূল পথশিশুদের শীতবস্ত্র বিতরণ।

ওই কর্মসূচিতে রাজধানী ঢাকায় ক্রিয়াশীল ছাত্রদলের সব ইউনিটের নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত হয়ে গৃহীত কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ছাত্রদলের সব জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ইউনিটকে আগামী বুধবার নিম্নোক্ত কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। দুস্থদের মধ্যে খাবার/শীতবস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এক বিবৃতিতে এ নির্দেশনা দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh