ব্যান্ডমিন্টন খেলা নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ২ ভাই

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১০:৫৯ এএম

কায়সার হামিদ ও সায়েদুল ইসলাম। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কায়সার হামিদ ও সায়েদুল ইসলাম। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে বিতর্কের জেরে ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বাসটার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কায়সার হামিদ (৩৫) ও সায়েদুল ইসলাম (৩৩)। 

কায়সার লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে এবং সায়দুল একই এলাকার নুরুল হুদার ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই। পেশায় তারা দুজনই বাস কাউন্টারের ম্যানেজার।

জানা গেছে, ব্যাডমিন্টন খেলায় স্থানীয় জয়নাল, আতিক, মিজানুর রহমান ও মুফিজের সঙ্গে নাস্তা নিয়ে কায়সার ও সায়েদুলের তর্কাতর্কি হয়। এরপর সবাই যার যার মতো চলে যায়। 

তবে হঠাৎ অতর্কিত অবস্থায় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাত করে জয়নাল, মুফিজ ও মিজান পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh