প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০১:০৫ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩, ০১:০৭ পিএম

হিরো আলম। ছবি: সংগৃহীত

হিরো আলম। ছবি: সংগৃহীত

হিরো আলমকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের উচ্চ আদালত বেঞ্চ -এ বগুড়া-৪ ও ৬ আসনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন উচ্চ আদালত। একইসাথে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন হিরো আলম। আপিলেও তার প্রার্থিতা না টিকলে তিনি উচ্চ আদালতে যান।

গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আলোচিত হিরো আলম বলেন, হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। উচ্চ আদালতে আপিল করবো।

তিনি আরও বলেছিলেন, রাজারা চায় না প্রজারা রাজা হোক।

প্রার্থিতা ফিরে পেতে গত রবিবার (১৫ জানুয়ারি) তিনি উচ্চ আদালতে আবেদন করেছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh