মেসিদের বিপক্ষে অধিনায়ক রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০১:২১ পিএম

১৯ তারিখে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে পিএসজির মুখোমুখি হবে আল-নাসের এবং আল-হিলালের সম্মিলিত একটি একাদশ।

১৯ তারিখে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে পিএসজির মুখোমুখি হবে আল-নাসের এবং আল-হিলালের সম্মিলিত একটি একাদশ।

অধিনায়ক হিসেবে সৌদি আরবের ফুটবলে অভিষেক হচ্ছে রোনালদোর। আল-নাসেরে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ক্লাবের হয়ে নামার সুযোগ পাননি। ইংল্যান্ডে খেলা অবস্থায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। সেটিই কাটিয়ে মাঠে নামতে পারবেন ২২ তারিখে। 

১৯ তারিখে রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে পিএসজির মুখোমুখি হবে আল-নাসের এবং আল-হিলালের সম্মিলিত একটি একাদশ। মেসি-নেইমার-এমবাপ্পেদের বিপক্ষে সম্মিলিত দলটির নেতৃত্ব দিবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদোর এই অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের বিনোদন বিষয়ক কর্তৃপক্ষের চেয়ারম্যান তুর্কি আল শেখ। 

টুইটারে তার ভেরিফাইড একাউন্টে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, আল শেখের কাছ থেকে ম্যাচের অধিনায়কত্বের বাহু বন্ধনী বুঝে নিচ্ছেন রোনালদো। 

রোনালদো ইউরোপ ছাড়ার পর এটিই মেসি এবং তার প্রথম মুখোমুখি লড়াই। হতে পারে এটিই শেষ। তাই এই ম্যাচ নিয়ে ফুটবল প্রেমিদের আগ্রহ এখন তুঙ্গে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh