মাশরাফিতে মুগ্ধ ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০২:০৮ পিএম

মাশরাফি বিন মর্তুজা ও ইমাদ ওয়াসিম। ফাইল ছবি

মাশরাফি বিন মর্তুজা ও ইমাদ ওয়াসিম। ফাইল ছবি

মাশরাফি বিন মর্তুজার প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন ইমাদ ওয়াসিম। বিপিএলে সোমবার (১৬ জানুয়ারি) প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ডমিনেটর্স ও সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ শেষে এ মুগ্ধতার কথা জানিয়েছেন ম্যাচসেরা ইমাদ।

ইমাদ জানান, ‘সে বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছে। সে ক্রিকেটের কিংবদন্তি। অসাধারণ নেতা ও দারুণ মানুষ। ক্রিকেটে ওঠা-নামা সম্পর্কে জানেন তিনি। কারণ, ২০০০ সাল থেকে খেলছেন। সে কতটা ভালো, তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই।’

ইমাদের কাছে ম্যাশ বড় ভাইয়ের মতো, ‘তাকে আমি বড় ভাইয়ের মতোই সম্মান করি। অভিভাবক হিসেবে সে যা বলে সেটাই করি। খেলাটাকে খুব উপভোগ করেন তিনি। আমার মতে. আমি যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে সে অন্যতম সেরা।’

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচে ঢাকাকে ৫ উইকেটে হারায় সিলেট। ঢাকার দেওয়া ১২৯ রানের লক্ষ্যে সিলেট পৌঁছে যায় ৪ বল হাতে রেখে। এবারের আসরে এটি সিলেটের টানা পঞ্চম জয়। ম্যাচ শেষে মাশরাফি বিন মর্তুজার প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন ম্যাচসেরা ইমাদ ওয়াসিম।

৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে নেমেও রেখেছেন অবদান। তাই ম্যাচসেরার পুরস্কার তার হাতেই ওঠে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিলেট অধিনায়ক মাশরাফির প্রতি মুগ্ধতার কথা জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh