চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ৪৯ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৪:২০ পিএম

সীমান্তবর্তী মুন্সীপুর গ্রাম থেকে উদ্ধারকৃত টাকা। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

সীমান্তবর্তী মুন্সীপুর গ্রাম থেকে উদ্ধারকৃত টাকা। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী মুন্সীপুর গ্রাম থেকে অবৈধ ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে জব্দ করেছে বিজিবি সদস্যরা।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরের পর জাফরপুরের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, মুন্সীপুর সীমান্ত ফাঁড়ির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে রাত্রীকালীন সশস্ত্র টহলদল সীমান্তে টহল পরিচালনা করছিল। এসময় বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান খুঁটি ৯৩ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীপুর গ্রামের এমপির ঘাট নদীর পাড় নামক স্থানে, সোমবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে অবস্থানের পর তারা দেখতে পায় দুইজন অজ্ঞাত ব্যক্তি দুইটি সিন্থেটিকের ব্যাগ বহন করে অবৈধভাবে ভারত থেকে ঢুকছে। তারা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সশস্ত্র টহলদল দুটি ভাগে বিভক্ত হয়ে একটি দল তাদেরকে ধাওয়া করে আটকের চেষ্টা করতে গেলে তারা তাদের সঙ্গে থাকা সিন্থেটিকের ব্যাগ দুটি ফেলে পালিয়ে যান। কুয়াশা এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে ভারতের অভ্যন্তরে চলে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির অপর টহলদলটি ফেলে যাওয়া ব্যাগ দুইটি উদ্ধার করে তার ভেতরে তল্লাশি চালিয়ে অবৈধ বাংলাদেশি নগদ ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। 

এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় মামলার পর জব্দ করা নগদ টাকা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh