দানিপ্রোতে নিহতের সংখ্যা বেড়ে ৪০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৪:২৬ পিএম

 ইউক্রেনের দানিপ্রো শহরে উদ্ধারাভিযান চলছে। ছবি: রয়টার্স

ইউক্রেনের দানিপ্রো শহরে উদ্ধারাভিযান চলছে। ছবি: রয়টার্স

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দানিপ্রো শহরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। ইউক্রেনজুড়ে বিভিন্ন নগরীতে গত তিনমাস ধরে রাশিয়ার অভিযানে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

দানিপ্রো শহরের এক সরকারি কর্মকর্তা গেন্নাডি কোরবান বলেন, হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আরো ৩০ জন নিখোঁজ রয়েছেন। আর ১৪ শিশুসহ ৭৫ জন আহত হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৪ জানুয়ারি) ইউক্রেনজুড়ে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে নিপ্রোতে গুঁড়িয়ে যাওয়া ৯ তলা আবাসিক ভবনের বাসিন্দারা নিখোঁজ হয়। যাদেরকে জীবিত উদ্ধারের আশা ‘খুবই কম’ বলে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। 

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যতক্ষণ পর্যন্ত জীবন রক্ষার সামান্য সুযোগও থাকবে ততক্ষণ পর্যন্ত নগরীতে উদ্ধার অভিযান চলবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh