মালয়েশিয়ায় বাংলাদেশি সংসদ সদস্যের সাথে বিএসইউএমের মতবিনিময়

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৫:১৩ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩, ০৫:১৪ পিএম

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর সাথে মতবিনিময় সভা। ছবি: মালয়েশিয়া প্রতিনিধি

প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর সাথে মতবিনিময় সভা। ছবি: মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (BSUM) এর সাথে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৬ জানুয়ারি) রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি রেস্টুরেন্ট রওসনা বিলাসের হল রুমে সংগঠনের সভাপতি আলমগীর চৌধুরী আকাশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিএসইউএমের সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মোহাম্মদ বোরহান উদ্দীন, বাংলা টিভি মালয়েশিয়া প্রতিনিধি ও বাংলা প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী, বিএসইউএমের সহ-সভাপতি মির্জা মোস্তাফিজুর রহমান, ট্রেজারার তাকি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিজ মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার।

২০১৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশী স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রীদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশি শিক্ষার্থীদের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে সংগঠনটি বিভিন্ন সেমিনার, গবেষণা, ক্যারিয়ার ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করে আসছে। এসব কর্মসূচিতে বিশ্বখ্যাত দেশি-বিদেশি স্কলার, গবেষক, ইয়ুথ লিডারসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অতিথি হিসেবে উপস্থিত থাকেন। মালয়েশিয়ায় বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও বিভিন্ন বিভাগে বাংলাদেশিদের অবদান তুলে ধরতেও বিএসইউএম কাজ করে যাচ্ছে।

এসময় মালয়েশিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, চাকুরীজীবীসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh