করোনায় আক্রান্ত আরো ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৬:১২ পিএম

কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করছেন এক চিকিৎসক। ছবি: সংগৃহীত

কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করছেন এক চিকিৎসক। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। তবে এসময়ে করোনায় আক্রান্ত শনাক্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪১ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩৮৬ জন।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৭ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৩টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১৭৬টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৬৪টি। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫২ লাখ ১৫ হাজার ৬০৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। এপর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh