ভারতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৬:৫৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

মার্চের প্রথম সপ্তাহে জি-২০ সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে ভারতে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন হলেও এখন থেকেই বিভিন্ন বৈঠক হচ্ছে। শীর্ষ সম্মেলনকে সামনে রেখে গত ১২ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে ‘ভয়েস অব দ্য সাউথ সামিট-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এবছর জি-২০ প্রেসিডেন্ট হচ্ছে ভারত এবং আগামী সেপ্টেম্বরে দিল্লিতে শীর্ষ সম্মেলন হবে। মোট ৯টি অসদস্য দেশ অতিথি হিসেবে অংশ নেবে এতে। এ অঞ্চল থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

জি-২০ উপলক্ষে ভারতে বিভিন্ন বিষয়ে দুই শতাধিক বৈঠক হবে এবং এরমধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh