নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃত পরান। ছবি: নোয়াখালী প্রতিনিধি

চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃত পরান। ছবি: নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলা থেকে চোরাই মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত পরান (৩৮) উপজেলার চরমটুয়া ইউনিয়নের জেলে পাড়ার দুলাল মিয়ার ছেলে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল সোমবার (১৬ জানুয়ারি) রাত সোয়া দশটার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাতে উপজেলার চরমটুয়া ইউনিয়নের মুরাদ মিয়ার খামার সংলগ্ন মসজিদের সামনে থেকে পরানকে ৩টি মোটরসাইকেলসহ আটক করে। এসময় আরো তিনজন পালিয়ে যায়। মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদে চোরাই মোটরসাইকেল বলে স্বীকার করে আটককৃত পরান।

পরে এই ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh