ঝিনাইদহে ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:০৩ পিএম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের উপ-পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় নিরাপদ খাদ্য অফিসার রিয়াদ রায়হান আবির, এনজিওকর্মী শিবু পদ বিশ্বাস, কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর কবির উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্য পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, খাবার মেয়াদোর্ত্তীণ, চটকদার বিজ্ঞাপন দেওয়ার অপরাধে রায় সুইট হোটেলকে ১০ হাজার টাকা, মেহেরুন হোমিও হলকে ৫ হাজার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, রিজেন্ট হেয়ার সেন্টারকে ৩০ হাজার টাকা, হাসিব সার্জিক্যাল ও ফিজিওথেরাপিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মামুনুল হাসান জানান, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। কালীগঞ্জ শহরের ৫ প্রতিষ্ঠানের অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh