তেলবাহী ওয়াগনের ইঞ্জিন বিকল, আটকে গেলো শাটল ট্রেন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১০:০৩ পিএম

চট্টগ্রামের ষোলশহর স্টেশন। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ষোলশহর স্টেশন। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের ষোলশহর স্টেশনে একটি তেলবাহী ওয়াগনের ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়েছে। ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনও আটকে পড়ে। 

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চট্টগ্রাম থেকে তেল নিয়ে দোহাজারী কালিয়াইশ বিদ্যুৎ কেন্দ্রের দিকে যাওয়ার পথে ষোলশহর রেলস্টেশনে একটি তেলবাহী ওয়াগন ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এদিকে রেললাইন বন্ধ হয়ে পড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশনে আটকে থাকে।

বিষয়টি নিশ্চিত করে ষোলশহর রেলস্টেশন মাস্টার ফখরুল ইসলাম বলেন, দোহাজারী যাওয়ার পথে তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে কোন ক্ষয়ক্ষতি ঘটনা ঘটেনি। ট্রেনটি ইঞ্জিন মেরামত করে লাইন ক্লিয়ারের কাজ চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh