প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩, ১১:৪৫ পিএম

ইউক্রেনের সেনারা। ছবি: এএফপি

ইউক্রেনের সেনারা। ছবি: এএফপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে আত্মরক্ষার জন্য প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার শিখতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি দল।

গত রবিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় ওকলাহোমা রাজ্যের ফোর্ট সিলে ইউএস আর্মি এয়ার ডিফেন্স আর্টিলারি স্কুলে তারা পৌঁছায়। স্কুলটির প্রশিক্ষক কর্নেল কার্টিস কিং টুইটারে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে দ্য ডিফেন্স পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ওকলাহোমায় বর্তমানে কতজন ইউক্রেনীয় সৈন্য রয়েছে, তা স্পষ্ট নয়। 

তবে চলতি মাসের শুরুর দিকে পেন্টাগন জানিয়েছে, কিয়েভ থেকে এই প্রশিক্ষণের জন্য ৯০-১০০ জন সৈন্য যুক্তরাষ্ট্রে আসার কথা রয়েছে।

প্যাট্রিয়ট সিস্টেম কিভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে হয় সেটি শিখতে কয়েক মাসের একটি প্রশিক্ষণ কোর্স জরুরি।

ওয়াশিংটন গত বছরের শেষের দিকে রুশ বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দেয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh