জামিনে মুক্তি পেলেন বিএনপির সালাম-এ্যানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১১:০৪ পিএম

কারাগার থেকে বেরিয়ে আসার পর বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। ছবি: সংগৃহীত

কারাগার থেকে বেরিয়ে আসার পর বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। ছবি: সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার (১৮ জানুয়ারি) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তারা বের হয়ে আসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গত ১৬ জানুয়ারি হাইকোর্ট বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামকে ছয় মাসের অন্তর্বতীকালীন জামিন দেন। একই সঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। 

চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের বেঞ্চ তাদের জামিন বহাল রাখার আদেশ দেন।

গত ৭ ডিসেম্বর পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গত ৮ ডিসেম্বর তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে বিএনপির এই নেতাকর্মীরা কারাগারে রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh