নেত্রকোনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৩:১৭ পিএম

কম্বল বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

কম্বল বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ৭টি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৩ হাজার কম্বল বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে বারহাট্টা উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে এ কার্যক্রম হয়।

কম্বল বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করছেন তা আজ সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। তার বলিষ্ঠ নেতৃত্বের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সেই সঙ্গে তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করছেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম, বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh