নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৯:১৮ পিএম
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, দেশের আরো ৯ জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোরে নতুন বিশ্ববিদ্যালয় হবে।
তিনি আরো বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। সরকার ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।