পদ্মাসেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে স্মারক মুদ্রা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১১:২৩ পিএম

পদ্মাসেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংকের ১০০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা। ছবি: সংগৃহীত

পদ্মাসেতুর উদ্বোধন স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংকের ১০০ টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা। ছবি: সংগৃহীত

জাতির গৌরবের প্রতীক পদ্মাসেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ১০০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুদ্রাটি ২২ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে পাওয়া যাবে এবং পরে এটি সারা দেশের অন্যান্য শাখা থেকে পাওয়া যাবে।

এই স্মারক মুদ্রাটি তরঙ্গ আকৃতির এবং ব্যাস হবে ৩৮ মিমি। প্রতিটি কয়েন ৩০ গ্রাম ওজনের ৯২৫ ফাইন সিলভার দিয়ে তৈরি। বক্সসহ কয়েনের দাম পড়বে পাঁচ হাজার টাকা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh