সংবাদ উপস্থাপক ডা. নাতাশা আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৩:১০ পিএম

মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপক ডা. এন কে নাতাশা। ছবি: সংগৃহীত

মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপক ডা. এন কে নাতাশা। ছবি: সংগৃহীত

মাছরাঙা টেলিভিশনের সংবাদ উপস্থাপক ডা. এন কে নাতাশা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপকও ছিলেন। 

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানায়, তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। আজ জুমার নামাজের পর মহাখালী ডিওএইচএস মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে

টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাকালে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন এন কে নাতাশা। সবশেষ তিনি মাছরাঙা টেলিভিশনে জেষ্ঠ্য সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যানসার ধরা পড়ে। এরপর দেশে ও দেশের বাইরে চিকিৎসা নেন তিনি। ২০২০ সালের মার্চে তার স্তন ক্যানসারের সার্জারি করা হয়।

গত বছরের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে আবার সংবাদ উপস্থাপনা শুরু করেন। কিন্তু গত ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর নাতাশার মৃত্যু হয়।

এদিকে নাতাশার মৃত্যুতে তার পরিবার ও গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh