নেত্রকোনায় লোকসংগীত উৎসব শুরু

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০৯:০৭ পিএম

উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের আয়োজনে লোকসংগীত উৎসব। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের আয়োজনে লোকসংগীত উৎসব। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

‘এমন সমাজ কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে’ লালন এঁর এই মর্মবাণী নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের আয়োজনে লোকসংগীত উৎসব উদ্বোধন হয়েছে।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই দিন ব্যাপী এ লোকসংগীত উৎসব শুরু হয়।

লোকসংগীত উৎসবে উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা সংসদের নৃত্য বিভাগের শিল্পীরা লোকনৃত্য, সংগীত বিভাগের শিল্পীরা গণসংগীত ও লোকসংগীত পরিবেশন করেন এবং সন্ধ্যায় বাউল সাধক সিরাজ উদ্দীন খান পাঠান, বাউল আবুল বাশার তালুকদার, বাউল সাফিয়া সরকার, বাউল শরীফ সরকার, বাউল রাশীদ সরকার সহ অনেকেই বাউল গান পরিবেশন করেন।

এসময় লোকসংগীত উৎসবের সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সরকারের সঞ্চালনায় উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু (এমপি), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান অসীত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহবায়ক সারওয়ার কামাল রবীন, উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের সাধারণ সম্পাদক অসীত ঘোষ, লোকসংগীত উৎসবের আহবায়ক মাসুদুর রহমান খান প্রমুখ। 

এছাড়াও আজ শনিবার সন্ধ্যা ৬ টায় সবুজ বয়াতি ও তার দলের পরিবেশনায় কিচ্ছা পালা, সন্ধ্যা ৭ টায় জেলার বিভিন্ন এলাকার বাউল শিল্পীগণ বাউল গান পরিবেশন শেষে রাত ৯ টায় উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের আয়োজনে জ্ঞানদীপ থিয়েটারের পরিবেশনায় যাত্রা পালা ‘নবাব সিরাজউদ্দোলা’ মঞ্চায়ন হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh