বঙ্কিমের ইন্টারভিউ

শোয়াইব আহম্মেদ

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৩:১৭ পিএম

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

সাহিত্যিকদের জীবন বড় অন্যরকম, কখনো হাসির কখনো দুঃখময়। পৃথিবীজুড়ে শিল্পী-সাহিত্যিকরা নানান ঘটনার মধ্যে দিয়ে যেতে থাকেন তা কখনো কখনো গল্পও হয়ে ওঠে।

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা আধুনিক উপন্যাসের জনক। রচনায় ক্ষুরধার এই লেখক পেশায় ছিলেন একজন ম্যাজিস্ট্রেট।

বাঙালির এই গুণী লেখকের জীবনেও বিচিত্র ঘটনা ঘটেছে, বিচিত্র সেই মজার ঘটনা নিয়ে লিখেছেন- শোয়াইব আহম্মেদ 

ইংরেজ শাসনামলের প্রথম বাঙালি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ম্যাজিস্ট্রেট হতে গিয়ে আর সবার মতো তাকেও ইন্টারভিউর মুখোমুখি হতে হয়েছিল। স্বভাবতই পরীক্ষক ছিলেন একজন ইংরেজ। ইংরেজ মহাশয় ইন্টারভিউর এক পর্যায়ে বঙ্কিমচন্দ্রকে প্রশ্ন করলেন,

হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আফদ (আপদ) অ্যান্ড বিফদ (বিপদ)?

বঙ্কিমচন্দ্র উত্তর দিলেন- ধরুন, আমি নৌকায় চড়ে নদী পার হচ্ছি এমন সময় প্রচণ্ড ঝড় উঠল, এটা হচ্ছে বিপদ। আর এই যে আমি একজন বাঙালি হয়েও ইংরেজের কাছে বাংলার পরীক্ষা দিচ্ছি এটা হচ্ছে আপদ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh