সারিকার ‘দিলওয়ালে’ আশরাফুল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১০:০৬ এএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩, ১০:৩১ এএম

বিজ্ঞাপনের দৃশ্যে মোহম্মদ আশরাফুল ও সারিকা সাবরিন। ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনের দৃশ্যে মোহম্মদ আশরাফুল ও সারিকা সাবরিন। ছবি: সংগৃহীত

নব্বই দশকের বলিউডের সাড়া জাগানো ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এখনো সিনেমাপ্রেমীদের অন্যতম ভালো লাগার সিনেমা। এই সিনেমাতে অভিনয় করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছিলো শাহরুখ খান ও কাজল। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ, হাত সামনের দিকে বাড়ানো, সেই দিকে ছুটছেন কাজল। এমন দৃশ্যে নিজেদের এখনো কল্পনা করে অনেক যুবক যুবতি।

এবার বাংলাদেশে সেই দৃশ্য অনুকরণে তৈরি হল একটি বিজ্ঞাপন। তবে একটু উল্টোভাবে তৈরি করা হয়েছে বিজ্ঞাপনটি।

সারিকা সাবরিন।

বিজ্ঞাপনে অভিনয় করলেন দেশের প্রাক্তন ক্রিকেটার মোহম্মদ আশরাফুল। নায়িকা হিসেবে রয়েছেন সারিকা। একটি মিনারেল ওয়াটার তৈরির সংস্থার জন্য এই বিজ্ঞাপন নির্মাণ করা হয়েছে।

তবে বিজ্ঞাপনে শাহরুখ এবং কাজলের চরিত্রটিকে উল্টে দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, ট্রেনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন কাজলরূপী সারিকা। প্ল্যাটফর্মে দৌড়াতে দৌড়াতে সে দিকে ছুটছেন শাহরুখরূপী আশরাফুল। তবে বিজ্ঞাপনের শেষ দিকেই রয়েছে চমক।

ক্রিকেটার মোহম্মদ আশরাফুল।

সিনেমাতে দেখা গিয়েছিল, ছুটতে থাকা কাজলকে হাত ধরে ট্রেনে তুলে নিয়েছিলেন শাহরুখ। কিন্তু বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, সারিকার হাত ধরার আগেই তাকে একজন পানির বোতল এগিয়ে দিলেন। সেই পানির বোতল পেয়ে তেষ্টা মেটাতে ব্যস্ত হয়ে পড়লেন আশরাফুল। মনেই থাকল না ট্রেনের কথা।

এই বিজ্ঞাপন বানিয়েছেন মুনতাসির আকিব। গল্প লেখা এবং চিত্রনাট্যের কাজ করেছেন তৌকির রহমান এবং রেহানুর রহমান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh