বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১২:৩১ পিএম

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। ছবি: ফাইল

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। ছবি: ফাইল

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লি উপস্থিত হয়েছেন গাজীপুরের টঙ্গীর তুরাগ ময়দানে।

মানুষের চাপ এতোটাই বেশি যে মুসল্লিরা যে যার মতো করে অবস্থান নিয়েছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ রবিবার (২২ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় শুরু হয় আখেরি মোনাজাত। যা পরিচালনা করছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

এদিকে মোনাজাতে অংশ নিতে ভোর থেকে গাজীপুর ও আশপাশের জেলা থেকে হাজার হাজার মুসল্লির ঢল নামা ইজতেমা মাঠের দিকে।

ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক থাকলেও সকাল ১১ টার পর মুসল্লিরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাড়ি থামিয়ে মোনাজাতে অংশ নেন চালক ও সহকারীরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, মোনাজাত শেষ হওয়ার আগ পর্যন্ত ইজতেমা মুসল্লিদের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া থেকে কামারপাড়া পর্যন্ত যানবাহন বন্ধ রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh