কেন বিপিএল ছাড়লেন হারিস?

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০২:০৫ পিএম

 ক্রিকেটার মোহাম্মদ হারিস। ছবি: সংগৃহীত

ক্রিকেটার মোহাম্মদ হারিস। ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে খেলতে দেখা গেছে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হারিসকে। সিলেটের জার্সিতে ৪ ম্যাচ খেলেই আবারো পাকিস্তানে ফিরে গেছেন তরুণ এই ব্যাটার। ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে পিএসএল এর খেলা শুরু। মূলত এ কারণেই নিজেকে প্রস্তুত করতে বিপিএল ছাড়লেন হারিস।

এ সম্পর্কে টুইটারে এক টুইট করেছেন মোহাম্মদ হারিস। টুইটে লিখেছেন, ‘বিপিএল যাত্রা শেষ হল। সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে আমার সময় উপভোগ করেছি। এখন পিএসএলের প্রস্তুতি নেওয়ার সময়।’

যদিও বিপিএল যাত্রাটা হারিসের তেমন ভালো ছিল না। কেননা, সিলেটের হয়ে ব্যাট হাতে রান পাননি তিনি। ৪ ম্যাচ ৬, ৬, ৪৪ ও ৭ করে করেছেন মোটে ৬৩  রান।

উল্লেখ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দাপুটে ব্যাটিং করেছিলেন মোহাম্মদ হারিস। তার বিধ্বংসী এমন ব্যাটিংয়ে নজর কেড়েছিল সবার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh