২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৩:১৯ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩, ০৪:৫৫ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

আজ রবিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশন সচিব বলেন, ইতোমধ্যেই নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। আমরা সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের তারিখ ঠিক করব।

তিনি আরও বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী আইনের কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন। সংবিধানে নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়েছে, কিন্তু আইনে এখনও আসন সংখ্যা ৪৫। তাই আইনে ৪৫ থেকে ৫০ করার প্রস্তাব করা হয়েছে।

সেইসঙ্গে, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh