চট্টগ্রাম পর্ব শেষে কার অবস্থান কোথায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৩:৫৬ পিএম

চলতি আসরের ট্রপি উন্মোচন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

চলতি আসরের ট্রপি উন্মোচন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরছে বিপিএল। সোমবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হবে ঢাকা পর্ব। ঢাকায় সোম ও মঙ্গলবার হবে চারটি ম্যাচ। এরপর শুরু হবে টুর্নামেন্টের সিলেট পর্ব।

দ্বিতীয় পর্ব শেষে দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। টানা পাঁচ জয়ে সিলেটের সাথে সমান দশ পয়েন্ট অর্জন করেছে সাকিবের ফরচুন বরিশাল। টেবিলের দ্বিতীয়তে অবস্থান তাদের। মাত্র একটি জয় নিয়ে তলানিতে আছে ঢাকা ডমিনেটর্স।

সাত দলের টুর্নামেন্টে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স খেলেছে পাঁচটি করে ম্যাচ। বাকিরা খেলেছে ছয়টি করে ম্যাচ। 

এ পর্যন্ত সবচেয়ে বেশি ২৭৫ রান ফরচুন বরিশালের সাকিব আল হাসানের। ২৬৯ রান নিয়ে তার পরে আছেন ঢাকা ডমিনেটর্সের নাসির হোসেন। বোলিংয়ে সর্বোচ্চ ১১টি উইকেট খুলনা টাইগার্সের পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজের। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফির উইকেট ৯টি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh