ক্যান্সার আক্রান্ত শরিফের পাশে বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৫:৩৮ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩, ০৫:৩৮ পিএম

শরিফ ইসলাম। ছবি: সংগৃহীত

শরিফ ইসলাম। ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত ক্রিকেটার শরিফ ইসলামের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে তার চিকিৎসার জন্য বিসিবির পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পর্যবেক্ষণে শরিফের চিকিৎসা চলছে। ভারতের অ্যাপোলো হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্ট নেয়ার কাজ চলছে। সেই সাথে চলছে পাসপোর্ট বানানোর কাজ। ঢাকায় প্রথম কেমো দেয়ার পর তাকে নেয়া হবে ভারতে। সেই মোতাবেকই ব্যবস্থা করা হচ্ছে সবকিছু।

এক সময় আফিফ হোসেন ধ্রুবদের সাথে মাঠ মাতিয়েছেন শরিফ। তার খেলার কথা ছিল যুব বিশ্বকাপে। ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন বেঁচে থাকার যুদ্ধে লড়ছেন শরিফ ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh