ট্রানজিটের পণ্য নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে ভারতীয় জাহাজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৮:৫৭ পিএম

রড নিয়ে আসা ভারতীয় জাহাজ এমভি বলকার-১। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রড নিয়ে আসা ভারতীয় জাহাজ এমভি বলকার-১। ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

৯৫৮ মেট্রিক টন রড নিয়ে ট্রানজিটের একটি ভারতীয় জাহাজ এমভি বলকার-১ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙ্গর করেছে।

গতকাল শনিবার (২১ জানুয়ারি) রাতে জাহাজটি বন্দরে আসে। নৌ প্রটোকল চুক্তির আওতায় এই পণ্য আসে আশুগঞ্জ নদী বন্দরে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজে টাটা স্টিলের রড রয়েছে। টাটা স্টিলের এ রড ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাবে। গত ৮ জানুয়ারি ভারতের কলকাতার হলদিয়া বন্দরে ওই জাহাজে রড উঠানো হয়।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. আক্তার হোসেন জানান, তার প্রতিষ্ঠান আদনান এন্টারপ্রাইজের মাধ্যমে সিএন্ডএফ করে রড ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হবে। সড়ক পথে এসব পণ্য আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর আনা হবে।

আশুগঞ্জ নদী বন্দরের পরিচালক রেজাউল করিম সাদি জানান, নৌ পটকল চুক্তির আওতায় ৯৫৮ টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি বলকার -১ আশুগঞ্জ নদী বন্দরে আসে। আগামী দু একদিনের মধ্যে আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে আখাউড়া স্থল বন্দর দিয়ে আগরতলা যাবে। এই পণ্য থেকে বাংলাদেশ ল্যান্ডিং চার্জ প্রতি মেট্রিকটনে পাবে ৩৪ টাকা, প্রতি মেট্রিকটন পর্যবেক্ষণ ফি পাবে ১০ টাকা, প্রতিদিন বার্দিং চার্জ পাবে ৩১৫ টাকা।  

ভারতীয় জাহাজ এমভি বলকার-১ জাহাজের চালক মনিরুল ইসলাম মোল্লা জানান, গত ৮ জানুয়ারি কলকাতার হলদিয়া বন্দর থেকে ছেড়ে শনিবার রাতে আশুগঞ্জ বন্দরে এসে পৌঁছে। 


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh