ক্ষমতা নয়, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১০:৩০ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩, ১০:৪৪ পিএম

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা একমত হয়েছি, আমরা শুধু ক্ষমতার জন্য নয়, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে চাই।’

আজ রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

’৬৯-এর গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। দমন-পীড়ন করছে এবং আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। আমরা আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। সমস্ত দলগুলোর ঐক্যবদ্ধ হয়েছি, আরো ঐক্যবদ্ধ হব। জনগণ আমাদেরকে পথ দেখাবে, কোন পথে গেলে এই দানবকে পরাজিত করতে পারব। এটাই হচ্ছে আমাদের মূল কথা। শুধু বিএনপি নয়, আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো যার আমরা একমত হয়েছি আমরা শুধু ক্ষমতার জন্য নয়, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে চাই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বারবার বলেছি, এই সরকার আমাদের দুটি বিষয়কে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে- একটি হচ্ছে রাজনৈতিক বিষয়, যে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গঠন করতে চেয়েছিলাম উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আরেকটি হচ্ছে সাম্যের উপর ভিত্তি করে একটি অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে চেয়েছিলাম, সে জায়গাতে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে গরিবরা আরো গরিব হচ্ছে ধনীরা আরো বড়লোক হচ্ছে।’

‘আমরা দেখছি, যে মানুষটি ছেঁড়া জুতা পরে ঘুরতো, সে আজকে দামি দামি গাড়িতে চড়ছে। যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, আজ তারা বিল্ডিং করেছে। এখান থেকে আমাদের বের হতেই হবে,’ বলেন তিনি।

ফখরুল বলেন, ‘জনগণের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি কল্যাণমূলক, একটি সমৃদ্ধি রাষ্ট্র গঠন করার জন্য, মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আরো বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে এদেরকে পরাজিত করতে হবে। আমরা জাতির স্বার্থে সংগ্রামে নেমেছি। যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রামে নেমেছি, অবশ্যই এ দেশকে ফ্যাসিবাদের হাত থেকে, ভয়াবহ দানবের হাত থেকে মুক্ত করে সত্যিকার অর্থে কল্যাণমূলক সমৃদ্ধির বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম হব।’

শহীদ আসাদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘শহীদ আসাদের যে ত্যাগ, শহীদ আহসাদের যে আত্মোৎসর্গ, সেটা এই সময়ের সাথে অনেকটা মিল রয়েছে। আসাদ আমাদের কাছে প্রেরণা। আজকে সেই একইভাবে একটি ফ্যাসিবাদ আমাদের বুকের উপর চেপে বসেছে।’

শহীদ আসাদ পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপির মিডিয়ার সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, শহীদ আসাদের ছোট ভাই ড. নুরুজ্জামান হক প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh