গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎহীন পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৪:২৯ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানের এলাকা থেকে তোলা ছবি। ছবি: ডন

পাকিস্তানের বেলুচিস্তানের এলাকা থেকে তোলা ছবি। ছবি: ডন

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে গোটা পাকিস্তানজুড়ে দেখা দিয়েছে লোডশেডিং। দেশটির বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ সোমবার (২৩ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এই বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সি হ্রাস পাওয়ার পরে সোমবার সকালে পাকিস্তানজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, তবে, আজ সকালে যখন সিস্টেমগুলো চালু করা হয় তখন দেশের দক্ষিণে দাদু এবং জামশোরের মধ্যে কোথাও কম্পাঙ্কের তারতম্য এবং ভোল্টেজের ওঠানামা দেখা যায়।

দস্তগীর আরো বলেন, পেশোয়ার এবং ইসলামাবাদে গ্রিড স্টেশন পুনরুদ্ধার শুরু হয়েছে। তার ভাষায়, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, আগামী ১২ ঘণ্টার মধ্যে সারাদেশে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি পুনরায় চালু করা হবে।’

এর আগে ডন নিউজ জানিয়েছে, ইসলামাবাদ, করাচি, কোয়েটা, পেশোয়ার এবং লাহোরসহ পাকিস্তানের বিশাল অংশ বিদ্যুৎবিহীন রয়েছে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, করাচির মালির, ল্যান্ডি, গুলিস্তান-ই-জোহর, আখতার কলোনি, দ্বিতীয় চুন্দ্রিগার রোড, নিউ করাচি, গুলশান, ইব্রাহিম হায়দারি এবং কোরাঙ্গিতেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির মেট্রো পরিষেবাও ব্যাহত হচ্ছে। ফলে বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা।

এদিকে এক টুইট বার্তায় কে-ইলেক্ট্রিকের মুখপাত্র ইমরান রানা নিশ্চিত করেছেন, দেশব্যাপী ব্রেকডাউনের ফলে করাচিতেও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, কেই টিম পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এবং বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh