ঝিনাইদহে ছিনতাইকারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ০৮:৫০ পিএম

ছিনতাইকালে আটককৃত সেন্টু ব্যাপারী। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ছিনতাইকালে আটককৃত সেন্টু ব্যাপারী। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে টাকা ছিনতাই করে পালানোর সময় সেন্টু ব্যাপারী নামে এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক সেন্টু ব্যাপারী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দেবাত্র গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে বলে জানা গেছে। তবে তিনি পুলিশি জিজ্ঞাসাবাদে আরো দুটি পৃথক ঠিকানা দিয়েছে।

জানা যায়, কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকার ইসলামী ব্যাংক শাখা থেকে মধু সুদন নামে এক ব্যক্তি ৩ লাখ ৯৩ হাজার টাকা উত্তোলন করে বের হয়ে আসলে এ ছিনতায়ের ঘটনা ঘটে। মধু সুদন কালীগঞ্জ শহরের একটি তেল মিলের ম্যানেজার।

এ ঘটনার পর ওই তেল মিলের মালিক শাহজাহান আলী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ আসামি ও উদ্ধার হওয়া টাকা ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।

ম্যানেজার মধু সুদন জানান, আমি শহরের শাহজাহান তেল মিলের ম্যানেজার হিসাবে কাজ করি। ঘটনার দিন টাকা তুলে ব্যাংক থেকে বেরিয়ে আসা মাত্রই দুইজন আমার হাতের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আমার চিৎকারের আশেপাশে লোকজন এগিয়ে এসে একজনকে ধরে ফেলে। বাকি একজন পালিয়ে যান।

কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, মধু সুদন দুপুরে ব্যাংক থেকে বের হয়ে সামনে রাস্তায় আসলে আটক ওই ব্যক্তিসহ আরো একজন তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা সেন্টুকে ধরতে পারলেও আরেক ছিনতাইকারী পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh