যাত্রাবাড়ীতে চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৯:৫০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী আড়তে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছুরিকাঘাতে ইমরান নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

গতকাল সোমবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল হক বলেন, আড়তে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, যাত্রাবাড়ী কাঁচাবাজারের মধ্যে বড় বাজার নামের আড়তে প্রতিদিন রাতে দেশের বিভিন্ন জেলা থেকে পণ্যবাহী গাড়ি আসে। এসব গাড়ি থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয়। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে রাত সাড়ে ১২টার দিকে হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh