আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০২:৪৭ পিএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩, ০৩:৩৪ পিএম

মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিলেন মেহেদী হাসান মিরাজ। ২০২২ সালের পারফর্মেন্সের জন্য বর্ষসেরা ওয়ানডে দলে তার নাম ঘোষনা করা হয়েছে।

গত বছর ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নিয়েছেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ২৯ রান দিয়ে ৪উইকেট। ৬৬ গড়ে ৩৩০ রানও করেছেন, যেখানে ছিল সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।

ঘোষিত ওয়ানডে একাদশে বাংলাদেশের মিরাজ ছাড়া আর কেউই জায়গা পাননি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুইজন করে। আর পাকিস্তান ও জিম্বাবুয়ে থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।        

বর্ষসেরা ওয়ানডে দলে আছেন যারা
বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh