পাগলা মহিষের আক্রমণে আ.লীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৩:১৮ পিএম

আওয়ামী লীগ নেতা হাসমত আলী খান। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

আওয়ামী লীগ নেতা হাসমত আলী খান। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নে পাগলা মহিষের আক্রমণে আওয়ামী লীগের নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

মৃতরা হলেন- লাউহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান, একই এলাকার কিতাব আলী ও হাজেরা বেগম।

গতকাল সোমবার (২৩ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী খান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাত সাড়ে নয়টায় ঢাকায় আনার পথে কিতাব আলীর মৃত্যু হয়। এর আগে রবিবার সকালে মির্জাপুর কুমুদীনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম নামের এক নারীর মৃত্যু হয়।


এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আলী মৃধা জানান, গত ২২ জানুয়ারি রবিবার সকালে উপজেলার তারুটিয়া গ্রামে একটি পাগলা মহিষ সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। এতে অন্তত ২৫ জন আহত হন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, ঘটনার দিন বিকেল ৩ টার দিকে মির্জাপুর কুমুদীনি হাসপাতালে হাজেরা বেগম নামের এক নারী মৃত্যু হয়। এর পর সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসমত আলী ও কিতাব আলী নামের আরো দুইজন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh