জাপানে মালবাহী জাহাজডুবিতে নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:২৫ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩, ০৪:২৫ পিএম

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে ডুবে যাওয়া মালবাহী জাহাজের উদ্ধারাবিযান চলছে। ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে ডুবে যাওয়া মালবাহী জাহাজের উদ্ধারাবিযান চলছে। ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মালবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে এখনো ১৮ জন আরোহী নিখোঁজ রয়েছেন। তবে চারজন  ক্রু-সদস্যকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারভিযান এখনো অব্যাহত রয়েছে।

আজ বুধবার (২৫ জানুয়ারি) রাতে দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে এ জাহাজডুবির ঘটনা ঘটে।

জাপানের কোস্টগার্ড এসব তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র জানান, আজ স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে জাহাজের চার ক্রু-সদস্যকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চারজনই চীনের নাগরিক।

ওই কর্মকর্তা আরো বলেন, এ উদ্ধার কাজে সহায়তা করতে একটি বিমান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুইটি জাহাজ পথে রয়েছে।

কোস্টগার্ড জানায়, গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়। জাহাজটি যেখানে অবস্থান করছে সেখানে পৌঁছানো অনেকটা কঠিন ছিল। এটি বর্তমানে একেবারে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।

জাহাজটিতে ১৪ জন চীনা এবং আট জন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh